কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ নেতা এম, এ খায়ের মিয়ার পারিবারিক অর্থায়নে অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কাশিয়ানী নিজ বাড়িতে আড়াই হাজার মানুষের শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম, এ খায়ের, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, যুবলীগ নেতা হেদায়েত হোসেন খোকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম, এম ওয়াহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সিরাজুল ইসলাম বাবুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা প্রমুখ।
আওয়ামী লীগ নেতা এম এ খায়ের বলেন, ‘অসহায়-গরীব মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা প্রতি বছর পারিবারিকভাবে ঈদবস্ত্র বিতরণ করে থাকি। তারই অংশ হিসেবে এ বছরও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে এসব ঈদবস্ত্র বিতরণ করছি। এ ধারাবাহিকতা আজীবন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।