,

কাশিয়ানীতে আগুনে পুড়ল ‘বসত ও গোয়ালঘর’

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে দুটি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খায়েরহাট গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের রুবি বেগমের বাড়ির বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশি আব্দুল ওহাব শেখের বাড়ির তিনটি ঘরেও আগুন লেগে যায়। এ সময়ে ওহাব শেখের গোয়াল ঘরে থাকা দুইটি গাভী আগুনে পুড়ে মারা যায়। অপর গাভীটি জীবিত উদ্ধার করতে পারলেও গাভীটি ঝলসে যায়। প্রতিবেশীরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে খবর পেয়ে রাতেই ইউএনও রথীন্দ্রনাথ রায়, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান ও কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন ও কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ ঘটনাস্থলে ছুটে যান।

এই বিভাগের আরও খবর