,

কাশিয়ানীতে আওয়ামী লীগের পদ থেকে ৫ নেতার পদত্যাগ

ফাইল ফটো

কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, গত ২৮ অক্টোবর ওই পাঁচজন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। যার পরিপ্রেক্ষিতে তাঁদের গতকাল অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি নেওয়া শেখ সমীর জানান, আসন্ন ইউপি নির্বাচনে কাশিয়ানীর একাংশে প্রার্থিতা উন্মুক্ত করা হয়েছে। কিন্তু কাশিয়ানী সদরসহ বাকি অংশে নৌকা প্রতীকে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

এই বিভাগের আরও খবর