,

কাশিয়ানীতে অনুদানের চেক পেল ‘প্রান্তিক জনগোষ্ঠী’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেড় শতাধিক শিক্ষানবীশ প্রশিক্ষণার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচীব শামচুল আরেফিন, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচীব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগ সমাজসেবার পরিচালক মো. মোজ্জাম্মেল হক, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান।

সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও মান উন্নয়নের জন্য পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর ১৫০ জনের হাতে ২৭ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর