মোঃ হাচিবুর রহমান,কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কালিয়া পৌরসভার উদ্যোগে পৌর শহরের হাট-বাজার, অফিস ও হাসপাতাল এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
কালিয়া পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। গতকাল শনিবার (২৮ মার্চ) বিকেল ৩ টার দিকে পৌর চত্ররে থেকে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব সহ পৌরসভায় কর্মরত সকল কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, করোনার প্রাদুর্ভাব রোধে শহরকে জীবানু মুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিজের অবস্থানে থেকে সবাইকে বাড়ি-ঘরসহ আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রেখে করোনা প্রতিরোধে কাজ করতে হবে