জেলা প্রতিনিধি, মাদারীপুর: কালকিনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীর লোকজনেরা পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ১০ সমর্থকের বাড়িতে দফায়-দফায় হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার লক্ষ্মীপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করেন সাবেক চেয়ারম্যান ফজলুল হকের স্ত্রী মৌসুমি সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী। এ নির্বাচনে বিজয়ী হন মৌসুমি সুলতানা। এর জের ধরে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মৌসুমি সুলতানার লোকজন দেশি অস্ত্র নিয়ে পরাজিত প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর সমর্থক খোকন মেম্বার, সাজাহান মেম্বার ও মুক্তিযোদ্ধা আবদুল কাদের মাস্টারের বাড়িসহ ১০টি বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তাদের বাধা দিলে সাত-আটজন আহত হন।
আহতদের শরীয়তপুর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, মৌসুমি সুলতানার স্বামী ফজলুল বেপারীর নির্দেশে রাতের আঁধারে আমার কর্মী সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।