,

কাবুলে জোড়া বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার কাবুলে এই বিস্ফোরণ ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি এক টুইট বার্তায় বলেছেন, ‘পশ্চিম কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত দাশত-ই বারচি এলাকায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে একজন বেসামরিক নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা বলেছেন, আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তালেবানের একজন কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে সাতজন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

গত কয়েক দিন ধরে কাবুলে ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই বিস্ফোরণে রাজধানী পশ্চিমের শিয়া অধ্যুষিত এলাকা বেশ কয়েকবার লক্ষ্যবস্তু হয়েছে।

বুধবারের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা মসজিদসহ কিছু শিয়া লক্ষ্যবস্তুতে বেশ কয়েকবার হামলার দাবি করেছে।

এই বিভাগের আরও খবর