জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘অনেক কষ্ট করে জমিতে ধান লাগিয়ে ছিলাম। কিন্তু ধান কাটা শ্রমিক পাইনি। আমার পক্ষে জমির ধান কেটে ঘরে তোলা সম্ভব ছিল না। আমার দুর্দশার খবর শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জমির ধান কেটে দিয়েছে। এখন আমি ধান কাটা নিয়ে চিন্তা মুক্ত হয়েছি।’
কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের কৃষক শেফালি মণ্ডল।
‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’ এই স্লোগানকে সামনে রেখে ওই গ্রামের প্রান্তিক দুই কৃষকের জমির ধান কেটে দিয়েছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২মে) সকাল ১০টায় ছাত্রলীগ নেতা রাজীব বিশ্বাসের নেতৃত্বে ৬০ সদস্যের একটি দল উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের কৃষক শেখ মো. জাকির হোসেন ও শেফালি মণ্ডলের দুই একর জমির ধান কেটে দেয়। পরে সেই ধান মাড়াই করে ঘরে তুলে দেন তারা।
এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র শেখ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
কৃষক শেখ মো. জাকির হোসেন বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ধান কাটা শ্রমিক পাইনি। এতে জমির ধান নিয়ে দুঃচিন্তায় ছিলাম। আমার খবর শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধান কেটে দিয়েছে।
ছাত্রলীগ নেতা রাজীব বিশ্বাস বলেন, ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের পাশে ছিল। ধান কাটার সময়ে যারা শ্রমিক না পাবে তার আমাদের খবর দিলেই আমার তার জমির ধান কেটে ঘরে তুলে দিবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।