,

করোনায় আক্রান্ত ফারুকী, তিশার ‘নেগেটিভ’

বিনোদন ডেস্ক: টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হলেন চলচ্চিত্র, টিভি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

শনিবার (৩১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও পজিটিভ আমি। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

তিশা জানান, শুক্রবার দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মোস্তফা সরয়ার ফারুকীর রিপোর্ট ‘পজিটিভ’ ও তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক কোনো জটিলতা নেই। সবকিছু ঠিকঠাকই আছে। আলহামদুলিল্লাহ।

কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, সিরিজটির প্রযোজনা করেছেন তিশা। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, মারিয়া নূর প্রমুখ।

২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা; ‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি।

এই বিভাগের আরও খবর