,

কবিতা: আমাদের ফুটবল

রতন ভট্টাচার্য

আমাদের ফুটবল

-রতন ভট্টাচার্য

ফুটবল,ফুটবল, পায়ে পায়ে ছোটে বল,

শক্তিও থাকা চাই, আরও চাই ভাল দল,

গোল দিলে বড় বেশি বেড়ে যায় মনোবল।

কখনও বা হেডে হেডে বল ঘোরে বন বন,

কখনও বা বল পায়ে ছুটে চলে একজন।

দু’পারে গোল পোষ্ট তার দিকে মারে কিক,

গোল যদি মিস হয় দর্শক দেয় ধিক।

খেলোয়াড় ছোটে জোরে, ফার্স্ট, সেকেন্ড, নয় থার্ড,

রাফ খেলে কেউ পায় ফাউলের লাল কার্ড।

রেফারির বাঁশি বাজে, খেলা থামে বার বার,

দর্শক যা বলুক, নিয়মটা জানা তার।

কখনও বা কিকে-হেডে গোল হয় কোন দিক,

চারিদিকে মাতামাতি, হাসাহাসি ফিক্, ফিক্।

ফুটবল নিয়ে মাতে আজ সারা বিশ্ব,

আমাদের ছেলেগুলো কেন আজও নিঃস্ব?

কোন সালে ওয়ার্ল্ড কাপে তারা ঘুরে দাড়াবে?

আমাদের পতাকাও আনন্দ ছড়াবে।

এই বিভাগের আরও খবর