,

একুশের ‘প্রথম প্রহরে’ কাশিয়ানী উপজেলা আ’লীগের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করছেন কাশিয়ানী উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন ও তাঁর পরই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম, এ খায়ের, শরাফত হোসেন লাভলু মৃধা, ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, আনোয়ার হোসেন আনুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ছিল বাধ্যতামূলক।

এই বিভাগের আরও খবর