মো. হাচিবুর রহমান: নড়াইলের লোহাগড়া উপজেলার চাচুড়ী পুরুলিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
শনিবার (৬মার্চ) সকালে উপজেলার চাচুড়ী বাজারে উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।
এ সময় পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হিরোক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জাকাতুর রহমান, চাচুড়ী বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মুন্সি লুৎফার রহমান, ডালিয়া পারভীন সাথী প্রমুখ।
বক্তারা বলেন, নবগঙ্গা নদীর পশ্চিম তীরবর্তী এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। ভৌগলিক কারণে কালিয়া ও নড়াইল সদর উপজেলার দুরত্ব অনেক হওয়ায় সাধারণ মানুষের নাগরিক সেবা ও পুলিশী সেবা পেতে দুর্ভোগ পোহাতে হয়। ফলে নড়াইল সদরের শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়ন এবং কালিয়া উপজেলার মাউলী, বাবরা-হাচলা, চাচুড়ী, পুরুলিয়া, পাচগ্রাম, ও পীরলিসহ মোট আটটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা ঘোষণা করা হোক।