,

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর নিধনের জন্য বোরো ধানের বীজতলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত ভক্ত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সিংগা আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। সুব্রত ভক্ত ওই গ্রামের নকুল ভক্তের ছেলে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সুব্রত বোরো ধানের বীজতলায় ইঁদুর নিধনের জন্য পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে কোটা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর