,

৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম!

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, এলাকার শত শত মানুষ বাছুরটি দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবৎ একটি গাভি লালন পালন করছেন। বুধবার সামনে চারটি পা এবং পেছনের আরও দুটি পা নিয়ে একটি বাচ্চা জন্ম দেয়। এ ছাড়া বাছুরটির আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে।

গরুর মালিক আরও বলেন, শারীরিক আরও কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তখন বাছুরটি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। বাছুরটি সুস্থ থাকলে অপারেশনের মাধ্যমে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান চিকিৎসক।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, ‘আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi