,

২২ বছর বয়সেই ১১ মামলার আসামি!

জেলা প্রতিনিধি, ভোলা: ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভোলার আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজাদ ভোলা সদর উপজেলার মো. বাবুল মিয়ার ছেলে। ২২ বছর বয়সী আজাদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ মামলা হয়েছে ১১টি।

২০১৯ সাল থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ঢাকার বনানী, কলাবাগান, গুলশানসহ মোট চারটি থানায় বিভিন্ন সময় আজাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এসব মামলার পর তিনি পলাতক ছিলেন। ওই সব মামলায় ওয়ারেন্ট জারি হয় আজাদের বিরুদ্ধে।

লালমোহন থানার উপপরিদর্শক দীপক কুমার দাস বলেন, ‘কয়েক মাস আগে থানায় তার বিরুদ্ধে জারীকৃত ওয়ারেন্টের কপিগুলো আসে। বুধবার (৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজাদ লালমোহনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ‘

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, ভোরে আজাদকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi