,

স্মার্ট ঢাকা-১৮ আসন গড়তে খসরু চৌধুরীকে এমপি দেখতে চান আ’লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপিকে ঘিরে স্বপ্ন দেখছেন ঢাকা-১৮ আসনবাসী।

তাকে নিয়ে বিভিন্ন পেশা শ্রেণির মানুষের মধ্যে বেড়েছে অধির আগ্রহ। একাধিক সচেতন নাগরিকের অভিমত উন্নয়নের জন্য সচেতন ও সংগঠনকে সুসংগঠিত করার জন্য যোগ্য মানুষের বিকল্প নেই।

ঢাকা-১৮ আসনকে একটি স্মার্ট আসনে রূপান্তরে একজন মুক্তচিন্তার মানুষ দরকার, যার চেতনা ও মূল্যবোধ থাকবে দুর্নীতিমুক্ত উত্তরা গড়া। যার কাজ হবে- নিজের নয়, এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করা। সুখে-দুঃখে যিনি হবেন এলাকার মানুষের শেষ ঠিকানা।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৪৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী রাসেল আলম বলেন, মো. খসরু চৌধুরী সিআইপির ঢাকা-১৮ আসন জুড়ে রয়েছে বেশ পরিচিতি ও সুনাম। তাকে ঘিরে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। তাকে নিয়ে উন্নয়নে ও পরিবর্তনের স্বপ্ন দেখছেন বৃহত্তর উত্তরার মানুষ।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম রইস বলেন, ঢাকা-১৮ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপির বিকল্প নাই। তাকে নিয়ে এ অঞ্চলের মানুষ স্বপ্ন দেখছেন। খসরু চৌধুরী সিআইপি একজন জনবান্ধব, কর্মীবান্ধব, দলবান্ধব আওয়ামী লীগ নেতা।

তিনি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন, নীতি-নৈতিকতার চর্চা করেছেন। অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসাবে স্মার্ট উত্তরা গড়তে তাকেই ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাই।

এই বিভাগের আরও খবর