,

‘স্নাতক শেষে’ দুধ দিয়ে শিক্ষার্থীর গোসল

বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী স্নাতক পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসল করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুধ দিয়ে গোসল করেন তিনি।

গণিত বিভাগে অধ্যয়নরত (২০১৬-১৭ সেশন) ওই শিক্ষার্থীর নাম আসাদ রেজা অনিক।

স্নাতক শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও বুধবার সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া! পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে অর্নাস শেষ করলাম৷ স্মৃতি হয়ে থাকবে৷’

ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করেছেন।

দুধ দিয়ে গোসলের কারণ জানতে আসাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi