,

শৈত্যপ্রবাহ: কুড়িগ্রামে ‘প্রাথমিক মাধ্যমিক’ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ওপর দিয়ে দ্বিতীয় দিনের মতো বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এই কারণে রোববারের মতো সোমবারও জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না। বাতাসের গতি বেশি থাকায় জেলায় শীতের তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে।  গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘সোমবার সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে। গত এক সপ্তাহ ধরে জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ হতে ১২ কিলোমিটার। যার কারণে জেলায় শীতের তীব্রতা একটু বেশি।’

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘শৈত্যপ্রবাহের কারণে রোববার থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও খবর