জেলা প্রতিনিধি, ফরিদপুর: তীব্র শৈত্যপ্রবাহের কারণে ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বুধ ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্ধ শেষে আগামী রোববার বিদ্যালয়ে পাঠদান শুরু হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানাে হয়।
ফরিদপুর জেলা শিক্ষা অফিসার (ডিইও) বিঞ্চু পদ ঘোষাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরিদপুরের চানমারীর প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষণ অনুযায়ী, শৈত্যপ্রবাহের কারণে আগামী বুধ ও বৃহস্পতিবার জেলায় সব মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হক জানান, উপজেলায় সব প্রাথমিক বিদ্যালয় বুধ ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-মো. ইকবাল হোসেন