জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাতের আধাঁরে দুর্বৃত্তরা কেটে ফেলেছে সাংবাদিক সুবল চক্রবর্তীর পুকুর পাড়ের ৫শতাধিক বনজ গাছ।
এ ঘটনার পরে পুরো পরিবার আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সুবল চক্রবর্তী।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক সুবল চক্রবর্তী দৈনিক মানবজমিন পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও হিরণ গ্রামের হরষিত চক্রবর্তীর ছেলে।
সাংবাদিক সুবল চক্রবর্তী বলেন, দুই মাস আগে আমরা পারিবারিকভাবে আমাদের বাড়ির আশপাশসহ পুকুরপাড় দিয়ে ৫শতাধিক মেগগনি, রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছের চারা লাগিয়ে ছিলাম। ঘটনার রাতে কে বা কারা আমাদের এসব গাছ কেটে ফেলেছে। আমরা ধারণা করছি আমাদের বাড়ির আশপাশের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
সাংবাদিক সুবল চক্রবর্তীর কাকাতো ভাই বিজয় চক্রবর্তী বলেন, এ ঘটনার পরে আমরা পারিবারিকভাবে আতঙ্কে মধ্যে রয়েছি। আমি চাই এটির একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।