আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: ইরান তার বিমান বাহিনীর জন্য ব্যাপক হারে যুদ্ধবিমান উৎপাদন শুরু করেছে। স্থানীয়ভাবে ডিজাইন করা কাওসার নামের এই যুদ্ধবিমানটির উৎপাদন শনিবার থেকে শুরু হয়েছে বলে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এক প্রতিবেদনে জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি বলেছেন, ‘শিগগিরই এই বিমান প্রয়োজনীয় সংখ্যক উৎপাদন শুরু হবে এবং বিমান বাহিনীতে যুক্ত হবে।’
গত আগস্টে অভ্যন্তরীনভাবে উৎপাদনে যাওয়া কাওসার যুদ্ধবিমানের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
সরকারি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিমানটিতে অত্যাধুনিক সরঞ্জাম ও রাডার যুক্ত করা হয়েছে। এটি শতভাগ দেশীয়ভাবে উৎপাদিত বিমান।
এর আগে হাতামি জানিয়েছেন, ১৯৮০ সালের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধে ইরানকে যে বিমান হামলার মুখে পড়তে হয়েছিল সেটি মনে রেখে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির কারণে যুদ্ধবিমান নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘যুদ্ধে (ইরাক-ইরান) আমরা শিখেছি নিজেদের ছাড়া অন্য কারো ওপর আমরা নির্ভর করতে পারি না। আমাদের সম্পদ সীমিত এবং সর্বনিম্ম খরচে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’