,

বোয়ালমারীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজছাত্রের কারাদণ্ড

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হৃদয় মোল্লা নামে এক কলেজছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 শনিবার দুপুরে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত হৃদয় মোল্লা পাশের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং কুমরাইল গ্রামের মোতাহার মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রূপাপাত ইউনিয়নের বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল। এমন কি ওই ছাত্রীর ছবি দিয়ে হৃদয় মোল্লা নিজের ফেসবুক আইডিতেও আপত্তিকর মন্তব্য করে।

এ ব্যাপারে ওই ছাত্রী নিজে সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে আজ শনিবার দুপুর একটার দিকে সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে হৃদয়কে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় হৃদয় মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া হৃদয় মোল্লার ফেসবুক ব্যবহারে আইসিটি আইন ভঙ্গের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বোয়ালমারী থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।

এই বিভাগের আরও খবর