জেলা প্রতিনিধি, জয়পুরহাট: তীব্র দাবদাহ ও অনাবৃষ্টির ফলে ভরা বর্ষায়ও খরা দেখা দিয়েছে। টানা এই খরায় পুড়ছে জয়পুরহাট অঞ্চল। বৃষ্টি না হওয়ায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে চলতি বছরের আমন আবাদের সময়ও পেরিয়ে যাচ্ছে। তীব্র খরায় জমি ফেটে চৌচির হয়ে গেছে। এতে জয়পুরহাটের কৃষকরা আমন চাষ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
এ অবস্থায় বৃষ্টির জন্য মহান আল্লাহর রমহত কামনা করে জয়পুরহাটে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী ঈদগাহ মাঠে এই নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হানাইল নোমানিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল কালাম মো. শরীফুদ্দীন। নামাজ ও মোনাজাতের আয়োজন করেন হানাইল নোমানিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল কাদির। নামাজে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
নামাজে অংশ নেওয়া হানাইল নোমানিয়া কামিল মাদরাসার প্রভাষক সাইদুর রহমান বলেন, আমি আমন আবাদের জন্য তিন বিঘা জমি চাষ করব। কিন্তু পানি পাচ্ছি না। ভরা বর্ষার এই মৌসুমে মাঠ পানিতে ভরে থাকতো। ব্যাপক বৃষ্টি হতো, কিন্তু এবার তীব্র তাপমাত্রা। জমিতে ধান রোপণ করা যাচ্ছে না। তাই বৃষ্টির জন্য নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।