জেলা প্রতিনিধি, ফরিদপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জুয়েলারি শিল্প অবদানের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের আলফাডাঙ্গার বিশিষ্ট শিল্পপতি বানা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান কাজী হারুনার রশীদের স্ত্রী ও তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজলের মা কাজী তুহুরা রশিদ।
এ বছর সারা দেশের মধ্যে ৭০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি দ্বিতীয়বারের মতো বাজুস উইমেন অ্যাওয়ার্ড দিল।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে বাজুস উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
বিষেশ অতিথি ছিলেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ফরিদা হোসেন। বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের ভাইস-চেয়ারম্যান সোহানা রউফ চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের সদস্য তাসনিম নাজ মোনা।
তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল বলেন, ‘আমাদের পরিবার সবসময় মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকে। আমাদের চেষ্টাই থাকে মানুষের সেবা করার। আমার মা কাজী তহুরা রশীদ সবসবম সাদামাটা জীবনযাপন করেন। মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। আমার মাসহ দেশের ৭০ জন নারী উদ্যোক্তকে এ বছরবাজুস উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে আমার পরিবারসহ এলাকাবাসী গর্বিত। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। সারা জীবন যেন সে মানুষের সেবা করতে পারে।’
-মো. ইকবাল হোসেন