,

বঙ্গবন্ধুর সমাধিতে যুগান্তরের সার্কুলেশন বিভাগের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক যুগান্তরের সার্কুলেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় সার্কুলেশন ম্যানেজার এস এম সাইদুল হক, আবুল হাসান, কম্পিউটার প্রোগ্রামার মো. মাহাবুব আলম, নির্বাহী (সার্কুলেশন) মো. শাহীন সরদার, মো. কামাল হোসেন, সৈয়দ মাহামুদুন্নবী, সিএমও মাহতাব উদ্দিন (সাগর), জুনিয়র নির্বাহী মো. মিজানুর রহমান, মো. জামাল উদ্দিন, সার্কুলেশন সহকারী মো. ফয়সাল আহমদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর, কোটালীপাড়া প্রতিনিধি এইচ এম হাসানাত, কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন উপস্থিত ছিলেন।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi