-
- ঢাকা, দেশজুড়ে
- বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত কৃষি সচিবের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত কৃষি সচিবের শ্রদ্ধা
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় January, 1, 2023, 9:13 pm
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ওয়াহিদা আক্তার।
রবিবার বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর পৃথকভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মাহমুদুল হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, প্রধান প্রকৌশলী (নির্মাণ) সুলতান আহমেদ, প্রধান প্রকৌশলী (সওকা) স্বপন কুমার হালদার, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পরিতোষ কুমার কুন্ডু।
এ সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির, গোপালগঞ্জের কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ রায়, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ওয়াহিদা আক্তার সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Related
এই বিভাগের আরও খবর