,

প্রতিমন্ত্রী পলকের বাড়ি ভাংচুর

জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় মালামাল লুট করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে সিংড়ায়য় বাসভবনে এ ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।

এসময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসাও ভাঙচুর করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সিংড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাংচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাংচুর করেছে জনতা।

প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।

এই বিভাগের আরও খবর