,

নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়ল সেতু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা বাজার সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন সেতুর পাটাতন ঢালাইয়ের সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সেতু ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ করার ফলে এমনটা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরু থেকেই নানা অনিয়ম হচ্ছে। কাজ চলাকালে তদারকির অনেক অভাব ছিল। এখন যখন সেতুটি যখন ভেঙে পড়েছে, তখন বড় বড় অফিসার তা দেখতে আসছেন। এখন আবার ভেঙে পড়া সেতুর কাজ তড়িঘড়ি করে সংস্কার করা হচ্ছে। এতে কাজের মান কেমন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দুলাল হাজী বলেন, ‘কাজটি মূলত আমার না। এটা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের কাজ। আমার রড-সিমেন্টের দোকান আছে আর ওই সেতুর যত রড-সিমেন্ট সব আমি দিয়েছি। কামাল ঢাকায় থাকায় আমি গতকাল ঘটনা স্থলে যাই শ্রমিকদের টাকা দিতে। মিস্ত্রিদের ভুলের কারণে হঠাৎ ঢালায়ের সময় পাটাতন ভেঙে যায়। স্থানীয় লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেল ভেঙে ফেলে।’

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘সেতুটির দুইটি পাটাতন (স্ল্যাব) করা হয়েছে। এরমধ্যে সেতুর একটি পাটাতন ঢালাইয়ের কাজ শেষে হয়েছে। কিন্তু আর একটি পাটাতন ঢালাইয়ের জন্য দোতলা মাচা পাতা হয়। ঢালাইয়ের কাজ শুরু করা হলে স্ল্যাবের ঢালাইসহ মাচা ভেঙে পড়ে। এটি একটি বড় ধরনের দুর্ঘটনা।’

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi