জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে র্যালী, আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালিত হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সদস্য এম এ খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, জামিনুর রহমান জাপান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভেকেট ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী খোকন, দপ্তর সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনুসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।
পরে আনন্দঘর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।