কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: তীব্র শীতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার আর হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
শীতের কারণে কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দিনমজুর ও কৃষিশ্রমিকেরা।
শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভিড় বাড়ছে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে।
অপরদিকে, ঘন কুয়াশার কারণে ফসল নষ্টের আশংকা করছেন কৃষকেরা।
ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলো ভিড় বাড়ছে হতদরিদ্র মানুষের।
সিতারামপুর গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, ‘তীব্র শীতে হাত-পা জমে যাওয়ার মতো অবস্থা। শীতের কারণে শ্রমিকরা জমিতে কাজ করতে পারছেন। ঘরে বসিয়ে তাদেরকে খাওয়াতে হচ্ছে।’
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানিয়েছেন- আর এক-দুদিন এমন আবহাওয়া থাকতে পারে।