,

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল গোপালগঞ্জের মোহাম্মদ ছানোয়ার হোসেন

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ঢাকা রেঞ্জের আওতাভূক্ত গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনকে আইন শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১৩ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (পিপিএম) ঢাকা রেঞ্জ অফিসের সম্মলন কক্ষে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম)-কে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ সার্কেল অফিসার ক্রেস্ট, সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: আবুল কালাম সিদ্দিক (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত ডিআইজি মো: আসাদুজ্জামান (বিপিএম বার) গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম), ঢাকা, গাজিপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা, নরসিংদি, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ জেলা এবং ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর