,

জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় অন্যের জায়গা দখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।

খোকশাবাড়ি ইউনিয়নের চর খোকশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এ কার্যক্রম থেমে নেই।

অভিযোগ থেকে জানা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাশের প্রায় ৩ শতক জায়গা এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে দীর্ঘদিন আগে লিজ নেন। ২০১৬ সালে ওই জায়গা লিজ গ্রহিতার কাছ থেকে আল আমিন নামে স্থানীয় এক ব্যক্তি কেনন।

সম্প্রতি ওই জায়গায় দোচালা টিনের ঘর তুলে খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের নামে সাইন বোর্ড লাগানো হয়েছে। ইট, বালু ও অন্য নির্মাণ সামগ্রীও আশপাশে স্তূপ করে রাখা হয়েছে।

খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, চর খোকশাবাড়ি গ্রামের আব্দুর রহিম মাস্টার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি রেজাউল করিম ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. আবু বক্করের নেতৃত্বে এ দখল চলছে বলে আল আমিনের অভিযোগ।

এতে বাধা দেওয়া হলে উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ অবস্থায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করা হলেও কার্যালয় নির্মাণের কাজ বন্ধ হয়নি বলে জানান আল আমিন।

ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম মাস্টার শুক্রবার সন্ধ্যায় মোবাইলে বলেন, ‘ওই জায়গা কোনো ব্যক্তি মালিকানার নয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা। সরকারি জায়গা, পতিত পড়ে আছে, তাই দলীয় কার্যালয় বানাচ্ছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু শুক্রবার সন্ধ্যায় মোবাইলে বলেন, ‘অন্যের জায়গা দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করতে আব্দুর রহিম মাস্টারসহ জড়িত সবাইকে নিষেধ করা হয়েছে। তোলা ঘরও দ্রুত ভেঙে নিতে বলা হয়েছে।’

নির্দেশনা না মানলে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর