,

ছেলের বাবা-মা হলেন রাজ-পরী

বিনোদন ডেস্ক: নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ বাবা-মা হয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি। বিষয়টি নিশ্চিত করে শরিফুল রাজ জানান, সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন।

বাবা হওয়ার খবর জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi