,

কাশিয়ানীতে ছাত্রলীগ নেতা ‘আজিমের স্মরণে’ শোক সভা

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সরকারি এসকে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আজিম হোসেন মোল্যার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ হাসানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়েরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি, কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শেখ মাসুম, সাবেক সভাপতি এস এম সাইফুর রহমান, সাবেক ভিপি কাবুল হোসেন, গাজী আজিজুল হক, বুলবুল আহম্মেদ, রাজিব হোসেন মোল্যা, যুবলীগের আহ্বায়ক আমিরুজ্জামান মিয়া, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান মিয়া, নিহতের ছোট ভাই নাদিম মাহমুদ।

এছাড়াও জেলা-উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা আজিম হোসেন মোল্যার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ‘আজিম হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত। আজিম ছাত্র রাজনীতিতে বিরাট ভূমিকা পালন করেছিলেন। তার বিচক্ষণতায় এসকে কলেজ ছাত্রছাত্রী সংসদে ছাত্রলীগের প্যানেল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিল। দলের দু:সময়ে তিনি মাঠে ছিলেন। তার পরিবারের সদস্যরা যেন এই শোক সইতে পারে তার জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করবেন।’

স্মরণ শেষে আজিমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা আজিম হোসেন মোল্যা গত ১৪ ফেব্রুয়ারি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ গ্রামের বাড়ি রামদিয়ায় মৃত্যুবরণ করেন।

 

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi