,

গোপালগঞ্জ-১ আসন: ফের নৌকার টিকিট পেলেন ফারুক খান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

এ আসন থেকে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছেন তিনি।

আজ বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত দলের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

মুকসুদপুর-কাশিয়ানী নিয়ে গোপালগঞ্জ-১ আসন গঠিত।

ঘোষিত তফশিল অনুসারে মনোনয়ন বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর