জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গোপালগঞ্জে একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শিক্ষার্থীদের শুনানো হয়েছে ।
রোববার (৩০ জুলাই) সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামুকার পরিচালক মোঃ রুবাইয়াত শামীম চৌধুরী।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সি মো. আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমীন একাত্তরের রণাঙ্গনে তাদের বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন ।
পরে অনুষ্ঠিত হয় প্রশ্নউত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধরা।
কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।