গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় মনোজ পোদ্দার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেঁতুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক মনোজ পোদ্দার সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেঁতুলিয়ায় গ্রামের মনিমোহন পোদ্দারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নিজ জমি থেকে ফসল নিয়ে বাড়ি যাওয়ার সময় ওই স্থানে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন মনোজ। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ওসি জানান, পরিবারের লোকজন নিহত মনোজকে হাসপাতালে নিয়ে আসে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।