,

গোপালগঞ্জে বাড়ছে ’হীরা ধানের’ আবাদ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কৃষকদের উৎসব মুখর পরিবেশে হীরা বীজের চারা লাগানো ধুম পড়েছে ।

জেলার বিভিন্ন জমিতে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে। । এবছরে জেলার প্রতিটি উপজেলায় সুপ্রীম সীড কোম্পানীর ‘হীরা’ জাতের ধান কৃষকদের প্রথম পছন্দ হিসাবে বেছে নিয়েছেন । এই বীজে ভাল ফলন হওয়ায় বীজ তলা তৈরী করে চারা লাগাচ্ছেন কৃষকেরা ।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, হীরা বীজের গুন হচ্ছে এর চারা খুবই সতেজ, গজানোক্ষমতা ভাল, বীজতলায় বীজ বাহীত কোন রোগের প্রাদুর্ভাব নেই। তাই দিন দিন কৃষকদের চাহিদার শীর্ষে অবস্থান করে নিচ্ছে এই সুপ্রিম সীডের হীরা জাতের ধানবীজ।

কৃষক হোসেন মিয়া জানান, অন্যান্য বছরের মত এই বছরও তিনি ১২ কেজি হীরা -২ এবং ৭ কেজি হীরা-৬ জাতের ধান কিনে বীজতলা করেছেন। তার সকল ধান গজিয়েছে এবং চারা সুস্থ সবল ও ভাল আছে। তিনি চারা লাগাচ্ছেন। এলাকার প্রায় সকল কৃষকদের মাঝে হীর ধানের চারা লাগানো হচ্ছে এখন তিনি ভাল ফলনের আশায়।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ. কাদের সরদার বলেন, এবছর জেলায় বোরো ধানের খুব ভালো আবাদ হচ্ছে। কৃষককেরা বীজতলা তৈরি করে চারা রোপণ শুরু করেছে। জেলায় এবছর সুপ্রিম সীডের হীরা জাতের ধানবীজ বেশি রোপণ করছে কৃষকেরা।

এই বিভাগের আরও খবর