,

গোপালগঞ্জে ‘দৈনিক যুগান্তরের’ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জে কেক কাটার মধ্যদিয়ে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ কেক কাটা হয়।

যুগান্তরের জেলা প্রতিনিধি এস, এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সিদ্দিক সিকদার, গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, কবি মিন্টু হক, বীরমুক্তিযোদ্ধা সবেদ আলী ভূঁইয়া, মাহতাব আলী, মতিয়ার রহমান খান, সাখাওয়াত হোসেন মোল্যা, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি নীতিশ বিশ্বাস, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহামুদ, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, দৈনিক প্রথম আলোর নূতন শেখ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান, আওয়ামী লীগ নেতা আকবার হোসেন, চ্যানেল এস’র কাজী মাহমুদ, যুগের সাথীর স্টাফ রিপোর্টার মনির মোল্যা, ভোরের বাণীর আমিনুজ্জামান রিপন, দৈনিক আজকের পত্রিকার শেখ জাবেরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদের কাশিয়ানী প্রতিনিধি মো. আছাদুজ্জামান, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, আজকের দর্পনের তপন পোদ্দার, সাংবাদিক সাইমুর রহমান বেলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন।

পরে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ।

এই বিভাগের আরও খবর