গোপালগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নবান্ন উৎসব। জেলা শিল্পকলা একাডেমি এ নবান্ন উৎসবের আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শিব শংকর অধিকারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থতি ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পৌরপার্কে প্রদর্শিত হচ্ছে শিশুদের অ্যাক্রোব্যাটিক শো। আগামীকাল শনিবার একই স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।