,

খাজা নেওয়াজের প্রচারণায় ইজিবাইক ও ভ্যান চালকেরা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: আসন্ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খাজা নেওয়াজের নির্বাচনী প্রচারণায় ইজিবাইক, নছিমন, করিমন ও অটোভ্যান চালকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাড়ে ৪ টায় উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা বড় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক ইজিবাইক, নছিমন, করিমন ও ভ্যান চালকরা তাদের জীবিকার বাহন নিয়ে ওই মাঠে সমবেত হন।

পরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাজা নেওয়াজ ইজিবাইক, নছিমন, করিমন ও ভ্যান চালকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, ‘আমি বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে যে কোন বিপদ-আপদে ও দূর্দিনে আপনাদের পাশে ছিলাম। ঠিক তেমনিভাবেই তালা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে ইজিবাইক, নছিমন, করিমন, ভ্যান চালক তথা শ্রমজীবি মানুষের পাশে থাকার সুযোগ দিন।’

তিনি আরো বলেন, ‘এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, হাট-বাজারের সার্বিক উন্নয়ন করতে চাই। এছাড়াও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।’

পরে খাজা নেওয়াজের নির্বাচনী প্রচারণায় প্রায় ৫ শতাধিক ইজিবাইক ও অটোভ্যানের বিশাল এক বহর অংশ নেয়। এ বহরটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। খাজা নেওয়াজের গরীব খেটে খাওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যে ভালবাসা দেখিয়েছে তা বিরল।

ইজিবাইক, নছিমন, করিমন থেকে শুরু করে ভ্যান চালকরা সবাই এখন খাজা নেওয়াজের প্রচারণায় ভোটের মাঠে। তারা নিজ নিজ খরচে খাজা নেওয়াজের হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে। নিজ নিজ আত্মীয় কিংবা পরিজনের কাছ থেকে খাজা নেওয়াজের জন্য ভোট আদায় করার লক্ষ্যে বেরিয়ে পড়েছেন।

এই বিভাগের আরও খবর