গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা বিজয় মঞ্চে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি।
২৩ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে হেমায়েত বাহিনীর সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্জ শেখ মো: আব্দুল্লাহ, শেখ হাসিনার জন্য আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাসহ সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
তিনি আরও বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেন। তাই শুধু মুক্তিযোদ্ধার একটি ভোট নয় বরং তার পরিবার আত্মীয়-স্বজনসহ সকলের ভোট একত্রিত করে ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আহবান জানান।
তিনি শেখ হাসিনাকে বিপুল ভোটে জয়ী করে চতুর্থবার প্রধানমন্ত্রীকে নির্বাচিত করলে কোটালীপাড়া মুক্তিযোদ্ধাদের সকল দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্জ শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সামচুল হক মিয়া, সাবেক ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুজিবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি সরকার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, আওয়ামীলীগ নেতা নারায়ন চন্দ্র দাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লুৎফর রহমান শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোল্লা, ছলেমান মৃধা, আতাহার শেখ, নাসির তালুকদার, আ. আজিজ মিয়াসহ হেমায়েত বাহিনীর সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম, নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।