,

কাশিয়ানীর সাংবাদিক জামানের মায়ের ইন্তেকাল

কাশিয়ানী প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের সংবাদের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আছাদুজ্জামানের (এম এ জামান) মা হুরিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তিনি মৃত্যুকালে ৫ পুত্র, ৩ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর জানাযার নামাজ শেষে উপজেলার ফুকরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, তাঁর মৃত্যুতে কাশিয়ানী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও বিডিনিউজ ১০ ডটকম পরিবারসহ স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi