,

কাশিয়ানীতে ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

গাঁজাসহ গ্রেফতারকৃত দুই যুবক।

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ মার্চ) বিকালে উপজেলা মাজড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলা মাজড়া পূর্বপাড়া গ্রামের আবুল কাশেম খানের ছেলে আবুল বশার খান (৩০) ও একই গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে মো. আরাফাত হোসেন মোল্যা (২৫)।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান বলেন, ‘ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ৬ কেজি গাজা উদ্ধার করা হয়।’

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ওই দুই যুবক দীর্ঘদিন গাঁজা বিক্রি করে আসছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi