লিয়াকত হোসেন (লিংকন): মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে কাশিয়ানী থানার আয়োজনে উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর-কাশিয়ানী (সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান।
এ সময় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইদ্রিস আলী মিয়া, ইনায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, থানার (ওসি) তদন্ত ফিরোজ আলম।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোকলেচুর রহমান, হাজী নওশের আলী, আব্দুল ওয়াদুদ খান, আবুল বাশার মিয়া, বলাই চাঁদ দে, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস, রাজপাট এম. ডি মনিরুল ইসলাম, ওড়াকান্দি বদরুল আলম বিটুল, ফুকরা এমদাদুল হক মোল্যা, হাতিয়াড়া দেবদুলাল বিশ্বাস, নিজামকান্দি মোহাব্বত হোসেন জুয়েল, যুবলীগের আহ্বায়ক আমিরুজ্জামান মিয়া, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুম শেখ প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, মুক্তিযোদ্ধা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ‘কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং এর অবদান হতে হবে সবচেয়ে বেশি।’