,

কাশিয়ানীতে যৌথ অভিযানে সাড়ে ৫ লাখ টাকা নিষিদ্ধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ১৪০টি নিষিদ্ধ জায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ফলসী, নিজামকান্দি ও কালনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, র‌্যাব ৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার মো রাসেল আহমেদ ও র‌্যাব সদস্যরা।

পরে জব্দকৃত জাল উপজেলা চত্ত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় জানান, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ যৌথ অভিযান পরিচালনা করে ১৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর