,

কাশিয়ানীতে পাঁচ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ কেজি গাজাসহ মো. নজরুল মোল্যা (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৮ মে) সকালে জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নজরুল ওই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নবী নেওয়াজ বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নজরুলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাজাসহ নজরুলকে গ্রেফতার করে।

এ বিষয়ে নজরুলকে আসামী করে কাশিয়ানী থানায় একটি মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই বিভাগের আরও খবর