,

কাশিয়ানীতে নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ৯৯৯ টাকা নির্ধারণ করেছে। কিন্তু ক্রেতাকে তা কিনতে হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। এ নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ-বিতন্ডার ঘটনাও ঘটছে।

উপজেলার বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ভোক্তা পর্যায়ে বসুন্ধরা ও ওমেরা এলপি গ্যাসের ১২ কেজির মূল্য ১ হাজার ২৬০ টাকা, বিএম ১ হাজার ২৩০ টাকা, যমুনা, লাফস ও বেক্সিমো ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু ১২ কেজি গ্যাস ছাড়াও সাড়ে ৫ কেজি, ১৫ কেজি, ২০ কেজি, ৩০ কেজি, ৪৫ কেজির দামও আনুপাতিক হারে বেশি টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

উপজেলার ভাটিয়াপাড়া বাজারের ব্যবসায়ী মো. লিয়াকত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৯৯৯ টাকা দাম শুনে আমি বাজারে গ্যাস কিনতে যাই। কিন্তু দোকানদার আমার কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা রাখলেন। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক শামীম হাসান বলেন, ‘যারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, তারা অন্যায় করছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর