জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে ধাক্কায় মুন্নি খানম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নী খানম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে। সে মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর খায়েরহাট-বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনের পাশে ওইস্কুল ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ গ্রহণ করে হাসপাতালে প্রেরণ করবে।’
লিয়াকত হোসেন লিংকন