,

কাশিয়ানীতে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মো. হাদিস শিকদার উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।র‌্যাব-৬ জানিয়েছে, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল।
এ সময় ওই স্থান থেকে মো. হাদিস শিকদার নামে একজন‌কে আটক করা হয়। পরে তল্লাশী চা‌লি‌য়ে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ আরো জানায়, উদ্ধাকৃত আলামত ও আটক আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi